কক্সবাজার টেকনাফ শাহপরীরদ্বীপ এলাকা থেকে এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা সহ এক মাদক কারবারি কে আটক করেছেন।
টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহ এর ছেলে মোঃ শফিক উল্লাহ (৩০)।
এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অধিনায়ক মো. কামরুজ্জামান বলেন, ২ (জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৫, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একটি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে শফিক উল্লাহ নামের একজনকে আটক করতে সক্ষম হয় এবং সঙ্গে থাকা আরো ৩/৪ জন মাদক কারবারি দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটক শফিক উল্লাহ ও অন্যান্য সহযোগীদের নামসহ র্যাবের নিকট তথ্য প্রদান করে। আটক হওয়া মাদক কারবারি ও পালিয়ে যাওয়া কারবারিরা মাছ ধরার আড়ালে পরস্পর জোকসাজেশে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন পন্থায় অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে বিক্রি করে মর্মে জানায়।
আটককৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।