বাংলাদেশ জামায়াতে ইসলামীর হ্নীলা ইউনিয়নের ওয়ার্ডের দায়িত্বশীলদের সাথে জেলা আমীরের মতবিনিময়
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলদের সাথে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী মতবিনিময় করেছেন।
জুমাবার দুপুর ২ টা ৩০ মিনটের সময় হ্নীলা আলফালাহ একাডেমি হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামী। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ ইব্রাহীম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা জামায়াত আমীর মাওঃ রফিক উল্লাহ,বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কর্ম পরিষদ সদস্য ও টেকনাফ উপজেলা জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারি সারওয়ার কামাল সিকদার, হ্নীলা ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মাওঃ আব্দুল মজিদ,মূসা কলিম উল্লাহ,মাওঃ হাফিজ উদ্দিন ও জিয়াউল হোসাইন কায়সার সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা আমীর অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে করা প্রশ্নের জবাব দেন এবং পরামর্শ গ্রহণ করেছেন।
টেকনাফ টিভি##