গত ২৩ ডিসেম্বর দৈনিক সময়ের আলো পত্রিকায় প্রকাশিত “১৬ বছর ধরে টেকনাফ স্থল বন্দরে বদির কমিটি এযেন হীরার খনি” ও ২৪ ডিসেম্বর দৈনিক সমুদ্রকন্ঠ সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে টেকনাফ স্থল বন্দরে এখনো বদির কমিটি আমিন-বাহাদুর সিন্ডিকেট লুটে খেলো শত কোটি টাকা” শিরোনামে প্রকাশিত সংবাদসমুহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
উল্লেখিত প্রতিবেদনে “উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে” চাপিয়ে দেয়ার মতো টেকনাফ স্থল বন্দরের রাজস্ব ফাঁকি, চাঁদাবাজি, ওজন স্কেল
সহ সকল অনিয়ম-দুর্নীতির অভিযোগ সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি/সম্পাদক তথা সকল সিএন্ডএফ সদস্যদের উপর চাপিয়ে দেয়া হয়েছে।যাহা অত্যন্ত দু:খজনক ও নিন্দনীয়ও বটে। কেননা সিএন্ডএফ এসোসিয়েশন টেকনাফ স্থল বন্দর নিয়ন্ত্রণও করেন না, পরিচালনাও করেন না, শুধুমাত্র ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করেন মাত্র।
অপরদিকে ইউনাইটেড ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ টেকনাফ স্থল বন্দর পরিচালনা করেন এবং বাংলাদেশ কাস্টমস ও শুল্ক গোয়েন্দা রাজস্ব আদায়-রাজস্ব ফাঁকির তত্বাবধান করে থাকেন এবং ওজন স্কেল তারাই পরিচালনা করে থাকেন।
সংবাদে সিএন্ডএফ এসোসিয়েশনের কমিটিকে বদির কমিটি বলে ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে যা অত্যন্ত দু:খজনক ও অনপ্রিভেত। কেননা এসোসিয়েশনের সংখ্যাগরিষ্ট সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি/সাধারন সম্পাদক সহ কমিটি গঠিত হয়ে থাকে। সদস্যরা না চাইলে কারো পক্ষে জোর করে কমিটি চাপিয়ে দেয়ার কোন সুযোগ নেই। তারই ধারাবাহিকতায় বর্তমান কমিটিতে আব্দুল আমিন সভাপতি ও এহেতেশামুল হক বাহাদুর সাধারন সম্পাদক হিসাবে চলতি ২০২৩-২৪ সেসনে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সদস্যরা না চাইলে তাদের থাকার কোন সুযোগ নেই। তবে বিগত সময়ে সারাদেশে এমপি-মন্ত্রীদের ন্যায় আব্দুর রহমান বদি একজন সংসদ সদস্য ও পরবর্তীতে সাবেক সাংসদ হিসাবে
যে প্রভাব তা অস্বীকার করার কোন উপায় নেই।তাই বলে এই কমিটিকে বদির কমিটি বলে চালিয়ে দেয়া একধরনের ট্যাগ লাগানো ছাড়া আর কোন কিছু নয়।
সম্প্রতি টেকনাফ স্থল বন্দর কর্তৃপক্ষের নিয়োজিত শ্রমিকমাঝিদের চাঁদাবাজির বিরুদ্ধে সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সোচ্চার হওয়ায়, ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলকভাবে বিশেষ মহলের ইন্ধনে উক্ত সংবাদ পরিবেশন করা হয়েছে বলে আমাদের ধারনা।
কাজেই আমরা টেকনাফ সিএন্ডএফ এজেন্ট কো-অপারেটিভ এসোসিয়েশন ও সভাপতি-সাধারণ সম্পাদককে জড়িয়ে প্রকাশিত মনগড়া কাল্পনিক ও উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি ভবিষ্যতে যাচাই-বাছাইপূর্বক বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিক ভাইদের প্রতি উদাত্ত আহবাণ জানাচ্ছি।
প্রতিবাদকারী
টেকনাফ সিএন্ডএফ এজেন্ট কো-অপারেটিভ এসোসিয়েশনের সকল সদস্য