চট্টগ্রামের সাতকানিয়া কেরানীরহাট এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১হাজার ৯শ পিস ইয়াবা উদ্ধার সহ ২ জন মাদক কারবারি আটক।
১৭ ডিসেম্বর ৭টা ৫০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল জেলার সাতকানিয়া থানাধীন কেরানীরহাট বাজারের আল-ঈসা আবাসিক হোটেলে এই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।।
গ্রেফতার জাহাঙ্গীর আলম,পিতা-মৃত হামিদ হোসেন ও মোঃ আমিন, পিতা- মৃত আমির আলী। আসামিরা হলেন কক্সবাজার টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকার বাসিন্দা।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এবং তল্লাশী কালে রুমের তুষকের নিচে ৯টি পলিজিপার প্যাকেটের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ১ হাজার ৯শ পিস ইয়াবা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীরর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।