আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় আজ ৪ ডিসেম্বর সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। তবে পর্যটক ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা দেয়া হয়নি।
(০৩ ডিসেম্বর) রাতে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ০৪ ডিসেম্বর সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
এরআগে গত ২৫ থেকে ৩ অক্টোবর পর্যন্ত তিন দফায় সাজেক এবং ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসন।