‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টেকনাফ পৌরসভার কর্মী সম্মেলনের কার্যকরী পরিষদ ২০২৫-২০২৬ সেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২শে নভেম্বর) দুপুর ৩টার দিকে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টেকনাফ উপজেলা সভাপতি জয়নত উল্লাহ সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও কক্সবাজার জেলা আমির, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী।
এসময় জেলা আমির বলেন,শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামি শ্রমনীতির বিকল্প নেই।ইসলামী শ্রমনীতি,ইসলাম কল্যাণ রাষ্ট্র ছাড়া নয় তাই সর্বস্তরের শ্রমজীবী ও সকল পেশার মানুষকে দ্বীন বিজয়ের আন্দোলনে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদের বিদায়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। জাতীয় বীরদের পদাঙ্ক অনুসরণ করে বৈষম্যহীন শ্রমিক অঙ্গন প্রতিষ্ঠা করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলের সমবেত হই।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টেকনাফ পৌরসভা কতৃক আয়োজিত কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো তিনি বলেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর সভাপতি সরওয়ার কামাল সিকদার,টেকনাফ পৌরসভার প্রধান উপদেষ্টা শাহ মুহাম্মাদ জুবায়ের, উপদেষ্টা সাবেক ছাত্রনেতা রবিউল আলম ও মুহাম্মদ মাহিন।
সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৫-২০২৬ সেশনের জন্য টেকনাফ পৌরসভায় নতুন কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি হিসেবে মুহাম্মদ আইয়ুব এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাক আহমদ নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি, মুহাম্মদ আইয়ুব বলেন, শ্রমিকরা এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। তাদের ন্যায্য মজুরি থেকে শুরু করে কর্মস্থলে সুরক্ষার অভাব রয়েছে। এই সকল বিষয়গুলো আমরা নিয়মিত আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবো। আপনারা সবাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে থেকে আমাদের আরও শক্তিশালী করবেন বলে আশা করি। আসুন, আমরা একসঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি।
উক্ত সম্মেলনে বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন।###