শিরোনাম :
মিয়ানমারে পচারকালে আটক করেছে কোস্টগার্ড টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিবাদ টেকনাফ সদরে গরুর হাটবাজার শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ টেকনাফ প্রেসক্লাবের তালা ভেঙ্গে জোরপূর্বক গঠিত আহবায়ক কমিটির আবুল কালাম আজাদ ও সাইফীর বিরুদ্ধে মামলা জাপান সফরেও আগামী বছর জুনের মধ্যে ভোটের অঙ্গীকার প্রধান উপদেষ্টার সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা করছি: পরিবেশ উপদেষ্টা মামলা প্রত্যাহার তালিকা দিয়েছে জামায়াত ও বিএনপি অনির্দিষ্টকালের জন্য সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ: তারেক রহমান টেকনাফে সন্ত্রাসীদের হামলায় মৃত্যুর মুখে এক শিক্ষক 
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম.... বিশ্বের যে কোন স্থান থেকে সকল প্রকার সংবাদ পেতে আমাদের ওয়েবসাইট www.teknaftv.com ভিজিট করুন। ধন্যবাদ!

কবরে মাটি দেওয়ার নিয়ম

টেকনাফ টিভি ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

প্রশ্ন: মৃত ব্যক্তিকে দাফন করার সময় যারা দাফনের কাজে থাকেন তারা তো কোদাল ইত্যাদি দিয়ে মাটি ঢালেন। সাথে দাফনে উপস্থিত লোকেরাও হাত দিয়ে কিছু কিছু করে মাটি ঢালেন। কেউ কেউ মৃত ব্যক্তির মাথার দিক থেকে মাটি দিতে বলেন। জানার বিষয় হলো, শরিয়তে এভাবে হাত দিয়ে কবরে মাটি দেওয়ার বিধান কী?

 

ফারহান মাহমুদ, শিবপুর, নরসিংদী

উত্তর: মানুষ মরণশীল। ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় কেউই। দুনিয়ার টাকা-পয়সা, ধন-সম্পদ, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপারে। আল্লাহতায়ালা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে…।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)

 

আল্লাহতায়ালা আরও বলেন,‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন একমুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (সুরা নাহল, আয়াত: ৬১)

 

কারও মৃত্যু হলে তার জানাজা ও দাফন দেওয়া জীবিতদের ওপর ফরজে কিফায়া। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরিক হয়ে নামাজ পড়ে এবং তাকে কবরও দেয়, সে দুই কিরাত নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, সে এক কিরাত নেকি পাবে। সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞাসা করলেন, দুই কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, প্রত্যেক কিরাত উহুদ পাহাড়সমান নেকি।’ (বুখারি, হাদিস: ৪৭)

 

মৃত ব্যক্তিকে দাফনের সময় উপস্থিত লোকদের জন্য কবরে তিনবার উভয় হাত দিয়ে মাটি দেওয়া এবং তা মৃত ব্যক্তির মাথার দিক থেকে দেওয়া মুস্তাহাব। আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) এক জানাজার নামাজ আদায় করে মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে তিনবার মাটি দেন।’ (ইবনে মাজাহ, হাদিস: ১৫৬৫; তাবয়িনুল হাকায়েক, ১/৫৮৭; রদ্দুল মুহতার, ২/২৩৬)

 

কবরে দুই হাতে মাটি দিতে হয়। মাটি দেওয়ার সময় দোয়া পড়া উত্তম। রাসুলুল্লাহ (সা.) মাটি দেওয়ার সময় দোয়া পড়তেন। আবু উমামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসুলুল্লাহ (সা.)-এর কন্যা উম্মে কুলসুমকে কবরে রাখা হয় তখন তিনি বললেন—

 

বাংলা উচ্চারণ: মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তা রাতান উখরা। 

বাংলা অর্থ: আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আর মাটিতেই তোমাদের ফিরিয়ে আনব। পুনরায় তোমাদের মাটি থেকে বের করব।’ (সুরা তহা, আয়াত: ৫৫)

 

কোনো ব্যক্তিকে মাটি দেওয়ার সময় এটা বলার নিয়ম হলো, প্রথমবার মাটি দেওয়ার সময় ‘মিনহা খালাকনাকুম’ বলতে হয়। দ্বিতীয়বার ‘ওয়া ফিহা নুয়িদুকুম’ বলতে হয়। আর তৃতীয়বার বলতে হয় ‘ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।’ (বায়হাকি, হাদিস: ৬৯৭৩)

 

লেখক: আলেম, মুফতি ও সাংবাদিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো নিউজ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!