শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের পর এবার দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ পাঁচ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয় সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে সামনে অবস্থান নেন তারা। এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গণপদযাত্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।
জানা গেছে, সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার পর ভেতর থেকে সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর সচিবালয় থেকে কোনো গাড়ি বের হতে পারেনি আবার কোনো গাড়ি প্রবেশও করতে পারেনি।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দাবির বিষয়ে তিন দিনের সময় নিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সচিবালয়ের সামনে অবস্থান করা শিক্ষার্থীরা মৌখিক আশ্বাস মানছেন না। লিখিত আশ্বাস নিতে সচিবালয়ে প্রবেশ করেছে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল।