কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র-গুলিসহ এক অস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল রইক্ষ্যং এলাকার জনৈক এক ব্যক্তির বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় উক্ত অভিযান পরিচালনা করেন। এ সময় অস্ত্র তৈরির কারিগর লায়লা বেগমকে আটক করতে সক্ষম হলেও স্বামী আজিজুর রহমান প্রকাশ মুনিয়া ডাকাত পালিয়ে যায়।
র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাত হোসেন জানান,আটক অস্ত্র কারিগর লায়লা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র তৈরি ও ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করেছেন। তার স্বামী ও সে দেশীয় অস্ত্র তৈরি করে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় ডাকাতদল এবং অপহরণ চক্রের সদস্যদের কাছে বিক্রয় করত।
কর্নেল এইচ এম সাজ্জাত হোসেন বলেন,আটক লায়লা বেগমের দেওয়া তথ্যমতে আজিজুর রহমানের বসতঘরের আশপাশ এলাকা তল্লাশি করা হয়। পরে ঘরের ভেতর শয়নকক্ষের খাটের নিচে বিশেষভাবে রক্ষিত অবস্থায় প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, দুই রাউন্ড পুরাতন ১২ বোর শর্টগানের কার্তুজ এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন,পলাতক আসামি আজিজুর রহমান প্রকাশ মুনিয়া ডাকাত তার স্ত্রীর মাধ্যমে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে অস্ত্রের পাশাপাশি মাদকদ্রব্য বিক্রয় করতো।
উদ্ধারকৃত আলামতসহ আটক নারী ও পলাতক অস্ত্র কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।