রামু বিজিবি চেকপোস্টে এক কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ আটক ১
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনে মরিচ্যা চেকপোস্টে তল্লাশী চালিয়ে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ একজন আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে এই অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তি রামুর ধোয়াপালং এলাকার বাসিন্দা সিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম।বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় এই পরিমাণ ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।